সিলেট রেলওয়ে জেলা স্কাউটস এর “ক্লীন সুরমা গ্রীন সিলেট” প্রজেক্ট এর উদ্বোধন

বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলা এবং
সিলেটের প্রায় সকল ভলান্টারি অর্গানাইজেশন (প্রায় ৩০+) স্কুল, কলেজ, স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সহ প্রায় প্রত্যেকটি সরকারী – বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ক্লাব সহ সিলেটের সকল তরুণদেরকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি আমরা..!!
এখন থেকে তাই সিলেটের সকল তরুণ ও যুবকদের সম্মিলিত উদ্যোগে
“Clean Surma, Green Sylhet নামের
২ বছর মেয়াদি এই বিশাল সম্ভাবনাময় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে.।

সিলেট রেলওয়ে জেলা স্কাউটস পুরো প্রজেক্টের সকল ধরনের Disciplinary কার্যক্রম সহ First Aid এবং শৃংখলা রক্ষণাবেক্ষণ এর দায়িত্বে সাহায্য করবে পুরোটাই।
ক্বীন ব্রিজ এলাকার সুরমা নদীর দুই পাড় পরিচ্ছন্ন করা এবং সৌন্দর্যবর্ধন করে একটি দৃষ্টিনন্দন এবং মনোরম পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য..!!

যেখানে বিকেল বেলা পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে এসে সূর্যাস্ত দেখতে পারবেন সিলেটের সকল মানুষ সহ আমাদের অতিথিরা, নোংরা ময়লার গন্ধে এখন থেকে আর যাতে আর পাশ কাটিয়ে যেতে না হয় কাউকে, এজন্যই আমাদের এই উদ্যোগ..!!
প্রতিটি শুক্রবারে আমরা প্রত্যেকটা অর্গানাইজেশন এর মেম্বাররা মিলে এই প্রজেক্ট বাস্তবায়ন করবো, প্রতিটি বিকেল কাটবে ওখানের ময়লা দূর্গন্ধ পরিষ্কার করে একটি অসাধারন মনোরম টুরিস্ট প্লেস করার জন্য অসহনীয় প্রয়াস..!!
আমরা সফলভাবে এই প্রজেক্ট সম্পন্ন করে সিলেটকে পুরো দেশ সহ বিশ্বের কাছে দৃষ্টান্তরূপে তুলে ধরতে চাই।
আমাদের এই দীর্ঘমেয়াদি প্রজক্টের পুরোটা সময় আমরা পাশে পাবো সিলেট সিটি কর্পোরেশনকে।
শ্রদ্ধেয় মেয়রের সাথে কয়েকবারের মিটিং এ উনি পূর্ণ আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আমাদের সাথে থেকে..!!
ময়লার গাড়ি, সিসি টিভি লাগানো, বেঞ্চ,গাছ,ফুলের টব,লাইটিং,ব্যানার ফেস্টুন সহ যতটুকু চাওয়া পাওয়া আমরা সিটি কর্পোরেশনের কাছে করেছিলাম, প্রত্যেকটি চাওয়া পূরণে সম্মানিত মেয়র আমাদের সাথে থাকবেন বলে কথা দিয়েছেন..!!
সিলেটের সর্বস্তরের পেশাজীবী সংগঠনকে ও আমরা আহবান করেছি আমাদের সাথে থাকার জন্য।

প্রেসক্লাব থেকে শুরু করে সাংবাদিক,
বার কাউন্সিল সহ প্রত্যেকেই আমাদের সকল তরুণদের অভিনন্দন জানিয়ে আমাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন..!!
তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ।
পুরো সিলেটবাসী মিলে আমরা অবশ্যই পারবো আমাদের এই ঐতিহ্যবাহী স্থানটিকে একটি মনোমুগ্ধকর স্থাপনা রুপে গড়ে তুলতে।
.
আগামী ২১শে জুন, শুক্রবার পুরো সিলেটবাসী দেখবে অন্য একটি সিলেটকে ইনশাআল্লাহ..!!
আমরা দুপুর ২:৩০ ঘটিকায়
সিলেট সিটি কর্পোরেশন থেকে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে কীনব্রীজ অভিমুখে আমাদের স্বপ্নের যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ..!!
সম্মানিত মেয়র এবং সিলেটের প্রত্যেকটা ওয়ার্ডের মোট ২৭ জন কাউন্সিলর সহ পুলিশ প্রশাসনের প্রত্যককে নিয়ে আমরা শুরু করবো এই দীর্ঘমেয়াদী প্রজেক্টের l
মাত্র কয়েকদিনের ব্যবধানে সিলেটের সকল তরুণরা যে একসাথে একই ছাতার নিচে হয়ে বিশাল এই প্রজেক্ট
কী না পারি আমরা তরুণেরা ?

অনেক অনেক হতাশার ভীড়ে এই তরুণদের কারনেই আমরা দেশটাকে নিয়ে একটু আশার আলোকচ্ছটা খুঁজে পাই..!!
দেশটাকে দোষ না দিয়ে আসুন না, এবার একটু নিজের দায়িত্বটুকু পালন করি l
সিলেটের সকলের প্রতি একটাই অনুরোধ,
বন্ধু,বান্ধব,ফ্যামিলি অর্গানাইজেশন সহ যে যাকেই পারেন, সাথে করে নিয়ে আসুন আমাদের সাথে..!!
দেশ ও আমাদের, দোষ ও আমাদের ;
কিন্তু দোষগুলো পিছনে ফেলে এগিয়ে যাওয়ার দায়িত্বটুকু ও যে আমাদের..!!

Leave a comment