প্রেসিডেন্টস স্কাউট এওয়ার্ড প্রস্তুতি -০১

#প্রাথমিক_প্রতিবিধান

১) প্রশ্নঃ-প্রাথমিক প্রতিবিধান কী?
উঃ-কোন ব্যাক্তি দূর্ঘটনায় পতিত হলে ডাক্তারর কাছে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত রোগীকে সুস্হ রাখার জন্য যে কাজ করা হয় তাকে প্রাথমিক প্রতিবিধান বলে।

২) প্রশ্নঃ-প্রাথমিক প্রতিবিধানকারী কে?
উঃ-যিনি রোগীকে প্রাথমিক প্রতিবিধান প্রধান করেন তাকে প্রাথমিক প্রতিবিধান কারী বলে।

৩) প্রশ্নঃ-প্রাথমিক প্রতিবিধানকরীর কাজ কয়টি?
উঃ-প্রধানত তিনটি।

৪)প্রশ্নঃ-প্রাথমিক প্রতিবিধান কারীর কাজগুলো কি কী?/ DTR এর পূর্ণরুপ কি?


উঃ-প্রাথমিক প্রতিবিধান কারীর কাজগুলো হল
D=Diagonosis বা রোগ নির্নয়,
T=Treatment বা চিকিৎসা,
R= Remov বা স্হানান্তর

৫) প্রশ্নঃ-প্রাথমিক প্রতিবিধানের উপকরন কী কী?
উঃ-
১)ড্রেসিং
২)লিন্ট
৩)প্যাড
৪)স্পিলিন্ট
৫)ব্যান্ডেজ ইত্যাদি।

৬) প্রশ্নঃ-ব্যান্ডেজ কাকে বলে?
উঃ-ক্ষত স্হানে লিন্ট,প্যাড দিয়ে যে পট্রি বাঁধা হয় তাকে ব্যান্ডজ বলে।

৭) প্রশ্নঃ- ব্যান্ডেজ সাধারনত কত প্রকার ও কী কী?
উঃ-ব্যান্ডজ সাধারনত দুই প্রকার যথাঃ-
১)রোলার
২) এিকোণী ব্যান্ডেজ।

৮) প্রশ্নঃ-একটি এিকোণী ব্যান্ডেজে কী কী থাকে?
উঃ-১টি ভূমি, ২টি পার্শ্ব ও ১টি শীর্ষ থাকে।

৯) প্রশ্নঃ-এিকোণী ব্যান্ডেজের মাপ কত?
উঃ-ভূমি ৫৪ ইন্ঞি এবং দুই পার্শ্ব প্রতি পার্শ্ব ৩৮ ইন্ঞি।

১০) প্রশ্নঃ-ড্রেসিং কাকে বলে?
উঃ-কোন ক্ষতস্হানে জীবানোমুক্ত ও পরিষ্কার রাখার প্রক্রিয়াকে ড্রেসিং বলে।

১১) প্রশ্নঃ-লিন্ট কাকে বলে?
উঃ-ক্ষতস্হানে লাগানোর জন্য ঔষধযুক্ত ও জীবানুমুক্ত একখন্ড কাপড়কে লিন্ট বলে।

১২) প্রশ্নঃ-প্যাড কাকে বলে?
উঃ-ব্যান্ডেজের নিচে তুলা বা অন্য কোন নরম কাপড় দ্বারা আরাম দেওয়ার জন্য যা ব্যাবহার করা হয় তাকে প্যাড বলে।

১৩) প্রশ্নঃ-স্পিলিন্ট কাকে বলে?
উঃ-শরীরের হাড় ভেঙ্গে গেলে জোড়া লাগানোর জন্য ব্যান্ডেজের নিচে যে চট বা পাতলা কাঠ ব্যাবহার করা হয় তাকে স্পিলিন্ট বলে।

১৪) প্রশ্নঃ-কয়েকটি অস্হি ভঙ্গেরর নাম কী?
উঃ-
১/সরল অস্হি ভঙ্গি
২/মিশ্র অস্হি ভঙ্গি
৩/জটিল অস্হি ভঙ্গি
৪/বহু ভঙ্গ
৫/সংবিদ্ধ অস্হি ভঙ্গি
৬/গ্রীনস্টিক
৭/ডিপ্রেসড ইত্যাদি।

১৫) প্রশ্নঃ- কয়েক প্রকার ক্ষত এর নাম লিখ?
উঃ-
১/কাটা জনিত ক্ষত
২/ছিন্ন ভিন্ন ক্ষত
৩/পিষ্ট ক্ষত
৪/বিদ্ধ ক্ষত।

১৬) প্রশ্নঃ-স্কাউটদের কাছের ব্যান্ডেজ কোনটি?
উঃ-স্কার্ফ স্কাউটদের কাছের ব্যান্ডেজ।

১৭)প্রশ্নঃ-শিশুদের ছয়টি মারাত্মক রোগের নাম কী?
উঃ-১/ডিপথেরিয়া
২/হুপিংকাশি
৩/ধনুষ্টংকার
৪/হাম
৫/পোলিও
৬/যক্ষা।

১৮)প্রশ্নঃ-কয়েকটি রোগী বহন পদ্ধতির নাম লিখ?
উঃ-
১/ক্রেডেল পদ্ধতি
২/হিউম্যান ক্র্যাচ পদ্ধতি
৩/পিক এ ব্যাক পদ্ধতি
৪/ ফায়ারম্যান্স লিফট এন্ড ক্যারি পদ্ধতি
৫/ফোর হ্যান্ড গ্রীফ পদ্ধতি
৬/টু হ্যান্ড গ্রীফ পদ্ধতি
৭/ দি ফোর এন্ড এফট পদ্ধতি ইত্যাদি।

#SROSGian

Leave a comment